বলিউডের অনেক অভিনেত্রীই কাস্টিং কাউচ নিয়ে মুখ খুলেছেন। জানিয়েছেন, কাজ পাওয়ার বিনিময়ে ‘সমঝোতা’ করার প্রস্তাব পেয়েছিলেন। এবার কান চলচ্চিত্র উৎসবে এমন প্রস্তাব পাওয়ার কথা জানালেন বলিউড অভিনেত্রী কালকি কোয়েচলিন।
জুম টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে কালকি জানান, কীভাবে বিনোদনজগতের ভেতরে এখনো নানা ধরনের যৌন হয়রানির ঘটনা ঘটে। কখনো প্রচ্ছন্ন, কখনো সরাসরি প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, অনেক সময় এসব আচরণকে স্বাভাবিক বলেই মেনে নেওয়া হয়, কিন্তু এগুলোর প্রভাব থাকে গভীরে, মনোজগতে।
একটি সাক্ষাৎকারে কালকি জানান, লন্ডনে পড়াশোনা করার সময় তিনি কান চলচ্চিত্র উৎসবে গিয়েছিলেন, তখনো অভিনেত্রী হিসেবে তাঁর যাত্রা শুরু হয়নি। একটি মুঠোফোন ব্র্যান্ডের সঙ্গে সেখানে কাজ করছিলেন। তখনই এক ভারতীয় প্রযোজকের কাছ থেকে আপত্তিকর প্রস্তাব পান।
কালকির ভাষায়, ‘ঘটনাটা কান উৎসবে। আমি তখনো অভিনেত্রী নই, স্রেফ একজন শিক্ষার্থী। মুঠোফোনের প্রচার উৎসবে কাজ করছিলাম। এক ভারতীয় প্রযোজক, যিনি আমার মায়ের পরিচিত কারও মাধ্যমে আমাকে চিনতেন, তাঁর ছবির প্রদর্শনীতে আমন্ত্রণ জানান। পরে ডিনারে যেতে বলেন। আমি কাজের সুযোগ নিয়ে জানতে চাইলে স্পষ্ট জানিয়ে দেন, আমাকে তাঁর শয্যাসঙ্গী হতে হবে, তবেই কাজের সুযোগ মিলবে।’ সাক্ষাৎকারে প্রযোজকের নাম উল্লেখ করেননি অভিনেত্রী।
কালকি কোয়েচলিন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে
ছবি: কালকি কোয়েচলিন
মুম্বাইয়ে অডিশনে গিয়ে আবারও একই অভিজ্ঞতা
কালকি জানান, শুধু কানে নয়, বলিউডে প্রবেশের পরও তিনি এমন ঘটনার সম্মুখীন হয়েছেন। এক নামী ছবির অডিশনে অংশ নিতে গিয়ে প্রযোজকের কাছে আবারও
আপত্তিকর ইঙ্গিত পান।
‘এখানে একটা ছবির অডিশনে গিয়েছিলাম। প্রযোজক বললেন, “তুমি এই ছবি করতে চাও? দারুণ। কিন্তু এটা বড় একটা সিনেমা, তাই আগে তোমাকে ভালো করে চিনতে হবে।” মানে, আবারও সেই ডিনারের কথা, ঘুরিয়ে–ফিরিয়ে একই প্রস্তাব। তখনো আমি সাফ জানিয়ে দিই, “আপনার সময়ও নষ্ট করব না, আমারটাও নয়,”’ বলেন কালকি।
কালকির সাম্প্রতিক কাজ
সর্বশেষ কালকি কোয়েচলিন অভিনয় করেছেন তামিল রোমান্টিক অ্যাকশন থ্রিলার ‘নেসিপ্পায়া’তে, যেটি পরিচালনা করেছেন বিষ্ণু বর্ধন। ছবিতে আকাশ মুরলির সঙ্গে ছিলেন আদিতি শঙ্করসহ অনেকে। সামনে তাঁকে দেখা যাবে ইংরেজি ভাষার ছবি ‘এমা অ্যান্ড অ্যাঞ্জেল’-এ।