পৃথিবীতে প্রেমের যেমন জাদু আছে, তেমন আছে বিপদও! আর সেটা হাড়ে হাড়ে টের পেলেন মার্কিন টেক ইন্ডাস্ট্রির প্রাক্তন হেভিওয়েট অ্যান্ডি বায়রন। সম্প্রতি রক ব্যান্ড কোল্ডপ্লে’র এক কনসার্টে গোপনে প্রেমিকা ক্রিস্টিন ক্যাবো, যিনি একইকোম্পানির এইাআর প্রধান—কে সঙ্গে নিয়ে হাজির হন বায়রন। অভিযোগ উঠেছে, ওই কনসার্টে নিজের স্ত্রীকে না জানিয়ে সহকর্মীর সঙ্গে অংশ নিয়েছিলেন তিনি। ঘটনা মোড় নেয় নাটকীয় দিকে, যখন কনসার্টে এক ঘনিষ্ঠ মুহূর্তে ‘কিস ক্যাম’-এ ধরা পড়েন।
তারপর? ইন্টারনেট যেন পাগল হয়ে যায়! মিমের বন্যা, ট্রোলের ঝড়—বায়রন হয়ে যান ভাইরাল সেনসেশন, তাও একেবারে অনিচ্ছাকৃতভাবে! এই ঘটনায় এতটাই ক্ষুব্ধ ও লজ্জিত হয়েছেন বায়রন, যে সিইও পদ থেকে পদত্যাগ করেছেন। ঘনিষ্ঠমহল বলছে, তাঁর দাম্পত্য জীবনেও নেমেছে ভাঙনের সুর।
এদিকে বায়রনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কোল্ডপ্লে ওই ‘কিস ক্যাম’ ফুটেজ জনসমক্ষে দেখিয়ে তাঁর গোপনীয়তা লঙ্ঘন করেছে এবং তাঁকে সামাজিকভাবে ‘হেয়’ করেছে। এই অভিযোগের ভিত্তিতে কোল্ডপ্লে ও তাদের ফ্রন্টম্যান ক্রিস মার্টিনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন তিনি।
এ নিয়ে বায়রনের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, “ওই ভিডিও নিয়ে তাঁর খুব একটা সমস্যা নেই। কিন্তু তারপর যেভাবে তাঁকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হাস্যরস ও বিদ্রূপ ছড়ানো হয়েছে, সেটাই তাঁকে কষ্ট দিচ্ছে।”
আইনজীবী ক্যামরন দৌলতশাহী এই প্রসঙ্গে বলেন, “আইনগতভাবে এ ধরনের ঘটনায় মানহানির মামলা করা যেতে পারে, তবে সেটা টেকসই হবে কি না তা নির্ভর করছে প্রমাণের উপর। এই ক্ষেত্রে বায়রনকে প্রমাণ করতে হবে যে ওই সম্পর্ক ব্যক্তিগত ছিল না এবং প্রকাশে তিনি সম্মতি দেননি।”
তবে এ বিষয়ে কোল্ডপ্লে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে হলিউড সংবাদমাধ্যম ‘শুটারস্কুপ’ জানিয়েছে, এই ঘটনাটির বিষয়ে মামলা হতে পারে শুনে কোল্ডপ্লে ভোকাল ক্রিস মার্টিন কেবল হেসেছেন—এর বেশি কিছু বলেননি।
আরেকজন আইন বিশেষজ্ঞ বলেন, “পাবলিক কনসার্ট, যেখানে হাজার হাজার দর্শক উপস্থিত, সেখানে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ খুব একটা গ্রহণযোগ্য হয় না। এটা এমন এক ঘটনা, যেখানে ব্যক্তি নিজেই এমন পরিস্থিতির সৃষ্টি করেছেন।”
অন্যদিকে সোশাল মিডিয়ায় নেটিজেনদের রায় অনেকটা এমন- “নিজে পরকিয়া করে ধরা পড়েছেন, এখন ব্যান্ডকে দোষারোপ?”
এই মুহূর্তে অ্যান্ডি বায়রন কোনো নতুন কর্মস্থলে যোগ দেননি। ব্যক্তিগত জীবন নিয়েও তিনি গণমাধ্যমে কোনো মন্তব্য করেননি।