ছেলের সংসারের স্বপ্ন দেখেছিলেন কিশোর কুমার
অমিত জানান, বিয়েটাকে ঘিরে কিশোর কুমার অনেক বড় পরিকল্পনা করেছিলেন। শুধু বিয়ে নয়, অমিতকে স্থায়ীভাবে সংসারী করতে চেয়েছিলেন তিনি। সেই স্বপ্নভঙ্গই যেন সইতে পারেননি কিশোর। এর কিছুদিনের মধ্যেই ঘটে তাঁর জীবনের প্রথম হার্ট অ্যাটাক।
