ভারতে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সম্প্রতি ২৫টি ওটিটি অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হয়েছে “অশ্লীল ও অনৈতিক” কনটেন্ট প্রকাশের অভিযোগে। এই তালিকায় রয়েছে জনপ্রিয় ও বিতর্কিত অ্যাপ ALTT (অল্ট বালাজি), যার সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন বলিউড ও টেলিভিশন দুনিয়ার প্রভাবশালী প্রযোজক একতা কাপুর। অ্যাপ নিষিদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুরু হয় সমালোচনা। অনেকেই প্রশ্ন তোলেন, একতা কাপুর কি এখনও এই অ্যাপের সঙ্গে যুক্ত? জবাবে মুখ খুললেন স্বয়ং একতা।

একতা জানিয়েছেন যে “২০২১ সালেই সম্পর্ক ছিন্ন করেছি, যে অ্যাপগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে, তার মধ্যে ALTT-এর নামও রয়েছে। কিন্তু স্পষ্ট করে জানাতে চাই, আমি এবং আমার মা শোভা কাপুর ২০২১ সালের জুন মাসে এই প্ল্যাটফর্মের সঙ্গে সমস্তরকম সম্পর্ক ছিন্ন করেছি। বর্তমানে ALTT-এর সঙ্গে আমাদের কোনও সংযোগ নেই।"

তিনি আরও বলেন, "আমাদের নাম এই বিতর্কে জড়ানো অনভিপ্রেত। অনুরোধ করব, দয়া করে যাচাই না করে বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না।" মিডিয়ার প্রতি বার্তা দিয়ে একতা বলেন "আমি সাংবাদিকদের প্রতি শ্রদ্ধাশীল। তবে দায়িত্বশীল সাংবাদিকতা মানে সঠিক তথ্য যাচাই করে খবর পরিবেশন করা। আমাদের সঙ্গে এখনকার ALTT-এর কোনো সম্পর্ক নেই, সেই তথ্য ছড়িয়ে দেওয়াটাই কাম্য।"

 

কেন নিষিদ্ধ হলো ALTT?

সরকারি সূত্রে জানা গেছে, যেসব অ্যাপ বা ওয়েবসাইটে অতিরিক্ত অশ্লীলতা, নগ্নতা বা যৌন উস্কানিমূলক কনটেন্ট প্রচার করা হচ্ছিল, সেগুলোর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। ‘উল্ল’, ‘বিগ শট অ্যাপ’, ‘ALTT’-সহ মোট ২৫টি অ্যাপ এই তালিকায় অন্তর্ভুক্ত।

সরকারের মতে, এই ধরনের কনটেন্ট দেশের সংস্কৃতি ও সামাজিক নীতির সঙ্গে সাংঘর্ষিক, এবং তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ALTT বর্তমানে কোন কোম্পানি পরিচালনা করছে তা নিয়ে এখনও সরকারিভাবে বিস্তারিত জানানো হয়নি, তবে একতা কাপুরের এই বিবৃতি অনেক প্রশ্নের উত্তর স্পষ্ট করে দিয়েছে।

 

সকারের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ইতিমধ্যেই ভারতে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের জানানো হয়েছে যে, ওই অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের অ্যাকসেস যেন না থাকে। এই তালিকায় রয়েছে, ‘অলট, ‘উল্লু, ‘বিগ শটস অ্যাপ, ‘দেশিফ্লিক্স, ‘বুমেক্স, ‘নভরসা লাইট, ‘গুলাব অ্যাপ, ‘কঙ্গন অ্যাপ, ‘বুল অ্যাপ, ‘হটএক্স ভিআইপি, ‘হলচল অ্যাপ, ‘মুডেক্স, ‘নিওনেক্স ভিআইপি, ‘ফুজি, ‘মোজিফ্লিক্স, ‘ট্রিফ্লিকস ‘জলওয়া অ্যাপ, ‘ওয়াও এন্টারটেনমেন্ট, ‘লুক এন্টারটেনমেন্ট, ‘হিটপ্রাইম, ‘ফেনেয়ো, ‘শো-এক্স, ‘সোল টকিজ, ‘আড্ডা টিভি, -এর মতো অ্যাপগুলি।